Sunday, August 24, 2014

What is 3G?

3G: 3G, short for third Generation, is the third generation of mobile telecommunications technology. 3G telecommunication networks support services that provide an information transfer rate of at least 200 kbit/s. Later 3G releases, often denoted 3.5G and 3.75G, also provide mobile broadband access of several Mbit/s to smartphones and mobile modems in laptop computers.3G
3G finds application in wireless voice telephony, mobile Internet access, fixed wireless Internet access, video calls and mobile TV.
This is a set of standards used for mobile devices and mobile telecommunication use services and networks that comply with the International Mobile Telecommunications-2000 (IMT-2000) specifications by the International Telecommunication Union.[2] 3G finds application in wireless voice telephony, mobile Internet access, fixed wireless Internet access, video calls and mobile TV.
Several telecommunications companies market wireless mobile Internet services as 3G, indicating that the advertised service is provided over a 3G wireless network. Services advertised as 3G are required to meet IMT-2000 technical standards, including standards for reliability and speed (data transfer rates). To meet the IMT-2000 standards, a system is required to provide peak data rates of at least 200 kbit/s (about 0.2 Mbit/s). However, many services advertised as 3G provide higher speed than the minimum technical requirements for a 3G service. Recent 3G releases, often denoted 3.5G and 3.75G, also provide mobile broadband access of several Mbit/s to smartphones and mobile modems in laptop computers.
Relationship between 2G and 3G: The relationship between 2G and 3G is similar to that of dial-up and broadband, or terrestrial TV and digital TV. In all of the latter examples, greater spectral efficiency has enabled more consumer choice and a more effective service. Simply put, more data can be transmitted faster.
3G and mobile broadband: 3G enables devices such as mobile phones and mobile dongles to deliver broadband-speed internet. Even the lowest-end, cheapest mobile phones are now 3G enabled, making it easy to check emails and browse the web on the go.
Mobile broadband via dongles and smartphones has taken off extremely fast. Mobile broadband allows customers to browse the internet, check email and download files, music and video clips from their laptops and PCs wherever there is coverage.
3G is made possible by two complementary technologies – HSDPA and HSUPA (high speed download and upload packet access, respectively). These technologies enable mobile broadband users to access download speeds of up to 21Mb and upload speeds of up to 1.76Mb via a mobile dongle, USB modem or MiFi.
Difference Between 3G and WiFi: 3G and WiFi are communication technologies that provide wireless internet access and services to users. 3G and wireless are commonly used by devices such as laptop computers, smartphones and PDAs, and other entertainment gadgets.
The major difference between wifi and 3G is the way they connect to the internet.
Wifi connects to the internet through a wireless network and has a short range. You may have a private wireless network set up at home, its range depends on your vicinity to your computer router. Wifi is also commonly available in public places such as cafes, airports and shopping centres.
3G is a type of cellular network and connects to the internet where ever there is mobile phone service. This means its range is a lot wider than a wireless network. Accessing the internet through your mobile phone provider usually comes at a greater cost than wifi, especially if you are travelling overseas and using International Roaming.
When using a portable device that is capable of using both Wifi and 3G, such as an iPhone, unless you have turned wifi off your device should always connect to the internet using wifi unless it is not available. If it is not available or you are out of range, your device will then connect using 3G.

Free Wikipedia for GP Users

Free Wiki for GP Users

Customers of Grameen Phone could enjoy free Wikipedia yes its without any cost or free of charges, We know the Wikipedia is the largest free online encyclopedia in the world.
The leading cellular phone operator of the country introduced the offer on Tuesday. GP said that “Grameen phone users will now be able to browse Free Wikipedia by using the address  zero.wikipedia.org with Opera Mini browser without incurring data charges”
So to enjoy this Free Wikipedia you have to go to zero.wikipedia.org using Opera Mini browser.
This is being done in partnership with the Wikimedia Foundation as part of the Free Wikipedia or Wikipedia Zero program. The objective of the program is to reduce barriers to accessing free knowledge. Opera Mini users have the added convenience of Free Wikipedia on the speed dial for quick access. The offer will be valid for three months from the launch.
Access to Free Wikipedia is the fifth most visited website in the world will enable the people of Bangladesh to gain knowledge on their desired issues and use to move ahead, said GP

Tuesday, June 3, 2014

Wizard of Football In The World

Magician of football


Syed Abdus Samad, (1895-1964) football player. Syed Abdus Samad was known in Bengal as football jadukar (magician). He was born in 1895 in Purnea of Bihar, India. His formal education ended when he left school during his studies in the eighth grade. Samad displayed his talents in football from his early boyhood. His skill was 'astonishing' particularly in dribbling and tackling and in taking measured shots. He drew attention of the football club managers of Calcutta when he played for the Purnea Junior Football Club. He joined the Calcutta Main Town Club in 1912. During 1915-1920, he was actively associated with Tajhat Football Club of Rangpur.

In 1916, Samad played in a match against Somerset Football Team of England. He played for Calcutta Orients Club in 1918 and for the East Bengal Railway Team in 1921-1930. Samad scored the most memorable trophy-winning goal of his career in 1927 against the Sherwood Forestry Team patronised by the Chief of the Indian Army Lieutenant General Sherwood Mall.

Samad was selected for the Indian National Team in 1924 and captained the side in 1926. He toured Burma, Ceylon, Hong Kong, China, Java, Sumatra, Malay, Borneo, Singapore and Britain. In a match played against China in Peking, he played as a substitute player in the second half and scored four goals in a row to give his side a 4-3 victory after trailing 0-3 in the first half. At the age of 38 Samad joined the Calcutta Mohammedan Sporting Club (established 1891) in 1933 and played for the next five years with skill, vigour and devotion. Mainly due to his contribution, his team clinched both of the First Division Football League Championship and the Indian Football Association Shield (IFA) Tournament in five consecutive years. Samad was honoured with the 'Hero of the Games' title. Samad and his son Golam Hossain played together for Railway Team in 1944.

After 1947, Samad settled in parbatipur of dinajpur district in East Pakistan and was employed in the Pakistan Eastern Railway. In 1957, he was appointed a coach of National Sports Council Board. He received the President's Award in 1962. He died on 2 February 1964 in Parbatipur. Bangladesh Football Federation organises the annual Jadukar Samad Smriti Football Tournament in his honour.

Write by [Mohammad Tawfiqul Haider]



আমাদের ইতিহাস - ফুটবল ( জাদুকর সামাদ এর গল্প)

প্রায় ৮০ বছর আগের ঘটনা।তখনো ফুটবল বিশ্বের কিংবদন্তী ব্রাজিলের পেলের জন্ম হয় নি। আর আরেক কিংবদন্তী ম্যারাডোনার কথা তো বহু দূরে। সালটা খুব সম্ভবত ১৯৩৩ কি ৩৪ হবে। ফুটবল তখন হালের ক্রেজ। সর্বভারতীয় ফুটবল দল সফরে গেছেন ইন্দোনেশিয়া।খেলার মাঠে প্রজাপতির মত উড়ছেন ৬ ফিট উচ্চতার এক কৃষ্ণকায় যুবক। ইন্দোনেশিয়ার ৪-৫ জন প্লেয়ারকে কাটিয়ে বল মারলেন গোলপোস্ট বরাবর। আফসোস, গোল হল না। বল লাগল গোলবারে। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। মিনিট ৫এর ভেতর আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি। এইবার গো ধরে বসেছেন যুবকটি। তার শর্ট মেজারমেনট তো এমন হবার কথা না।তিনি সরাসরি ম্যাচ পরিচালনা কমিটির কাছে নালিশ করে বসলেন। গোলপোস্টের মাপ ছোট আছে। অবিশ্বাস্যের সুরে মাপা হল গোলপোস্ট। হ্যাঁ, আসলেই ইঞ্চি চারেক ছোট গোলপোস্ট। কি আর করা। শেষে বারে লাগা সবগুল শর্ট গোল হিসেবে ধরা হল। যে মানুষটির কথা এতক্ষন বলা হল তিনি আর কেউ নন। আমাদের দেশের মানুষ। সামাদ জাদুকর। ফুটবল জাদুকর সামাদ। যিনি কিনা পেলে ম্যারাডোনা্ ষ্টেফানো, গারিঞ্জা, বেকেনবাওয়ার, পুস্কাসের বহু বছর আগেই ফুটবলকে দান করেছিলেন শৈল্পিকতা, আর নৈপুণ্যতা। যিনি কিনা পায়ের জাদুতে হতবাক করেছেন হাজারো দর্শককে। মুলত তার একক নৈপুণ্যে সর্বভারতীয় ফুটবল টিম তৎকালীন গ্রেট ব্রিটেনের মত শক্তিশালী টিমকে ৪-১ গোলে আর ইউরোপীয় টিমকে ২-১ গোলে পরাজিত করে। হতবাক হয়ে যায় পুরো ইউরোপের ফুটবল বোদ্ধারা। ফুটবল জাদুকর সামাদ তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে এমন অনেক বিস্ময়ের জন্ম দিয়েছেন। তার ২৫ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সূচনা হয় কিন্তু রংপুরের তাজ ক্লাবের হয়ে। সেখান থেকে তিনি যোগ দেন কলকাতার এরিয়েন্স ক্লাবে। পরবর্তীতে তিনি ইষ্ট বেঙ্গল রেলওয়ে ক্লাব,কোলকাতা মোহনবাগান,ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছেন। ক্যারিয়ারের শেষের দিকে তিনি কোলকাতা মোহমেডানের হয়ে কিছুদিন খেলেছেন। খুব কষ্ট লাগে আমাদের দেশের তরুনেরা পেলে চেনে, ম্যারাডোনা চেনে, হালের মেসি রোনাল্ডো, নেইমারকে চেনে, কিন্তু দেশের গর্ব সামাদ জাদুকরকে চেনে না। ভাল মত জানে না। অবশ্য এদের দোষ দিয়ে লাভ নেই। সরকার ই যখন জানানোর ব্যাবস্থা করে না, পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করে না, তখন পোলাপান জানবেই বা কিভাবে। আমার জানা নেই জাদুকর সামাদের নাম বইয়ের কোন চিপায় লেখা আছে কিনা।ও হ্যাঁ। সৈয়দ আব্দুস সামাদের নামের আগে জাদুকর উপাধি টি দিয়েছিলেন তৎকালীন বাংলার গভর্নর।
তিনি তাকে ডাকতেন wizard of football বলে।

Sunday, March 16, 2014

Laksam (লাকসাম)



লাকসাম উপজেলা:
"লাকসাম" বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা অন্তর্গত একটি উপজেলা কুমিল্লা সদর থেকে মাত্র ২৯ কিঃ মিঃ দক্ষিণে ডাকাতিয়া নদীর তীরে এক মনোরম পরিবেশে উপজেলা সদর টি অবস্থিত বর্তমানে লাকসাম একটি প্রথম শ্রেণীর পৌরসভা লাকসাম শহরটি বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত বাংলাদেশের বৃহ পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি এখানে অবস্থিত লাকসাম থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮২ সালে

অবস্থান

কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলাটির আয়তন ৪২৯.৩৪ বর্গ কিলোমিটার উত্তরে কুমিল্লা সদর দক্ষিণে চাটখিল , বেগমগঞ্জ আর সেনবাগ পূর্বে নাংগলকোট আর চোদ্দগ্রাম উপজেলা সর্বশেষ পশ্চিমে শাহারাস্তি উপজেলা দ্বারা লাকসাম উপজেলাটি পরিবেষ্টিত

প্রশাসনিক এলাকা

নির্বাচনী এলাকা: ২৫৭ কুমিল্লা-০৯ ,লাকসাম উপজেলাতে ১টি পৌরসভা ৭টি ইউনিয়ন পরিষদ , ১৬৭টি মৌজা বিদ্যমান পৌরসভার নাম লাকসাম পৌরসভা বাকি ইউনিয়ন পরিষদগুলো হচ্ছেঃ
  • মুদাফ্ফরগঞ্জ
  • কান্দিরপাড়
  • গোবিন্দপুর
  • উত্তরদা
  • আজগরা
  • লাকসাম পূর্ব
  • বাকই
অন্যান্য; সরকারি হাসপাতালঃ ০১টি (৫০ শয্যা বিশিষ্ট) স্বাস্থ্য কেন্দ্র/ ক্লিনিকঃ ০৩টি কমিনিটি ক্লিনিক: ০৭টি পোষ্ট অফিস: ০১টি, সাব-পোষ্ট অফিসঃ ৩টি

জনসংখ্যা

জনসংখ্যা ,৭৬,১৭৬ জন (২০০১ সালে আদম শুমারী অনুযায়ী) পুরুষ: ,৩৭,৯৭০ জন , মহিলা: ,৩৮,২০৬ জন জনসংখ্যার ঘনত্ব: ১৮১৬ জন (প্রতি বর্গ কিঃমিঃ)

উপজেলার ইতিহাস এবং ঐতিহ্যঃ

উপমহাদেশে একমাত্র নারী নবাব মুসলিম জমিদার ফয়জুনেণসার অমর স্মৃতি বিজরিত স্থান তৎকালীন মোহনাবাদ পরগণার পশ্চিমগাঁও এলাকাটি লাকসাম উপজেলায় অবস্থিত। ঐতিহাসিকভাবে নানা কারণে লাকসাম উপজেলার খ্যাতি রয়েছে। ১৮৮৩ সালে এদেশে যখন বৃটিশ সরকার রেল লাইন স্থাপন করেন তখন দৌলতগঞ্জের উত্তরাংশে উচ্চ ভূমিতে রেলওয়ে জংশন প্রতিষ্ঠা করা হয়। বড়তুপা মৌজাতে যে, রেলওয়ে জংশনটির গোড়া পত্তন হয় উহার নামই হলো লাকসাম রেলওয়ে জংশন
লাকসামের আরো কিছু বিখ্যাত স্থানঃ
নবাব ফয়জুন্নেছা হাউজ
১। নওয়াব বাড়ী বর্তমানে নাবাব ফয়জুন্নেছা হাউজ নামে পরিচিত ২। দিশাবন্ধের নবীসুর মসজিদ ৩।গাইনের ডহরা ৪। পশ্চিমগাঁও কাজী মসজিদ ৫। গাজীমুড়ার করিম হায়দার দরগাহ ৬।লাকসাম উত্তর বাজার জামে মসজিদ ৭।জমিদার অতুল কৃষ্ণ রায় চৌধুরী বাড়ী বর্তমান মৈশান বাড়ীবাড়ী নামে পরিচিতি ৮।মোহমত্ম বাড়ী ৯। নরপাটি ভেলুয়া সুন্দরী বাড়ী ১০।গুম্বজ মসজিদ

ভাষা সংষ্কৃতি

এই বৃহত্তর লাকসামের রয়েছে বিরাট একটা ভাষা, সাহিত্য সাংস্কৃতিক বলয়। লাকসামের গর্ভের ধন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী সর্বপ্রথম ’’রুপজালাল ’’ কাব্য লেখেন। বঙ্কিমচন্দ্র মীর মোশাররফের আমলে যা কখনও কল্পনা করা যায়নি, তা ফয়জুন্নেছার লেখায় সম্ভব হয়েছে। গীত লিখেছেন তিনি। প্রচুর গীত কবিতার সমন্বয়ে লিখেছেন ’’সংগীত লহরী’’ সাংস্কৃতিরই একটি বিশেষ অংশ সংগীত। তিনি লিখেছেন বারমাসী যা ছিল এমনরুপঃ-
বিয়ের গান-
প্রথমে প্রভূকে স্মরি
হাত মুখ ধৌত করি
পরে করি মস্তক ধর্ষণ
নালো সজনী
ঠাঁই ঠাঁই যত নারী
একে অন্য জনে ধরি
গায় গীত সবাই কৌতুহলে
নালো সজনী
প্রায় ১৮৭৬ সালের এই লেখা কালজয়ী ভাষা সংস্কৃতির অঙ্গন হয়ে আছে। বাংলা ভাষার ৎকর্ষ সাধনে অনন্ত কৃষ্ণ ধর লাকসামের কোন এক অঞ্চল হতে যে পত্রিকা প্রকাশ করছেন তা জেলা গেজেটিয়ারে পাওয়া যায়। পত্রিকার নাম ছিল ’’নূতন আলো ’’ ইহা ফয়জুন্নেছার অনেক পূর্বেকার পত্রিকা ছিল। জেলা গেজেটিয়ারে ২১৬ পৃষ্টায় যা ছাপা হয়েছিল উহার কোন কপি আজও সংগ্রহ করা যায়নি। লাকসামের ভাষার ইতিহাস অনেক সমৃদ্ধ তা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে এবং আঞ্চলিক ভাষার ৎকর্ষ সাধনে ৎপর হতে হবে
গাজীকালু চম্পাবতী, সোনাইবিবির গান, কবি গান, পালা গান, সীতা বিলাপ, আরোও কত কি গজল গান, গীত অঞ্চলের লোক মুখে গীত হত। গ্রামে গ্রামে জারীসারী গানের আসর বসত। ঢোল, কর্তাল, সারিন্দা, দোতারা, একতারা, খঞ্জনী এসব কত রকমের গানের সাথে বাজনার আগমন ঘটল। পুঁথির সাহায্যে পুঁথি পাঠের আসর বসত জমজমাট হয়ে। পাল্টা পুঁথির আসর বসত গ্রামে এবং জনপদের হাট-বাজারে লাকসাম কেন্দ্রিক গ্রাম্য সংস্কৃতির সঙ্গে পুঁথি পাঠ কবি গানের প্রচলন ছিল। বিয়ে-শাদীতে কবি গানের আসর বসত এবং ৎসব আয়োজনের অঙ্গনে ছড়ার কাটাকাটি হত অনেক উপভোগ্য। বিয়ে বাড়ীর বা কোন পূজো পার্বনে ভাব আদান প্রদানে পানের খিলির কদর ছিল। কে কত প্রকার পানের খিলি বানাতে পারে বা হুক্কাতে তামাক সাজাতে পারে তা দেখার বিষয় ছিল। আত্মীয় এলে প্রথমেই পান, পিড়ি অতঃপর তামাক জল পিড়িতে বসতে দেয়া একটা ঐতিহ্য ছিল।জমিদার বাড়ীতে নাটক, জারী-সারী, গানের আসর বসত, জমিদারেরা শিল্পীদেরকে ৎসাহ যোগাত এবং যাত্রা গানেরও কদর ছিল
কাকড়ী ডাকাতিয়া নদী একসময় জনপদের উপর দিয়ে প্রবাহিত হতো। বর্তমানে নদী দুটি পলি মাটিতে ভরাট হয়ে প্রায় পানিশূন্য হতে চলছে। লাকসাম জনপদের আরেক জন গীতি কবি প্রয়াত এস,এম হেদায়েত। স্বাধীনতা আন্দোলনে তাঁর লেখার প্রভাব পড়েছিল অনেক।উত্তর লাকসামের হিন্দু বৌদ্ধদের কৃষ্টি সংস্কৃতি এবং ধর্মীয় আচার আচরণ ভাষা সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে
পঞ্চাশের দশকে লাকসামে লেখক সংঘ গঠন করা হয়েছিল। উহার কার্যক্রম এখনও পরিচালিত হয়ে আসছে। প্রয়াত অধ্যাপক বীরেন্দ্র কিশোর মজুমদার উহার বিশিষ্ট সদস্য ছিলেন। কবি আলাওলের উপর তাঁর লেখা সমাজে সমাদৃত হয়েছিল। নোয়াখালী রামচন্দ্রপুর কলেজের প্রফেসার ইব্রাহিম রহমত উল্ল্যা একজন বিশিষ্ট সদস্য ছিলেন। বর্তমান শিল্প সাহিত্যের গবেষক অধ্যাপক এহেতেশাম হায়দার চৌধুরী বর্তমানে নিমসার কলেজে আছেন। যারা লাকসামের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখে যাচ্ছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপচার্য প্রফেসর এম শামছুল হক, সংঘরাজ প্রয়াত জ্যোতিপাল মহাথেরো লাকসামের লোক

নদ-নদী

লাকসামের উল্লেখযোগ্য একমাত্র নদী ডাকাতিয়া, এর ৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে এবং কুমিল্লা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছেডাকাতিয়া নদীর দৈর্ঘ্য প্রায় ২০৭ কিলোমিটার। এটি লাকসাম পৌরসভা, বাকই, মুদাফ্ফরগঞ্জ, কান্দিরপাড় এবং গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী চৌদ্দগ্রাম খাল এবং নোয়াখালী খালের সাথেও যুক্ত। এক সময় নদীই ছিল লাকসাম উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানেও সীমিত আকারে ডাকাতিয়া নদীর মাধ্যমে একস্থান থেকে অন্যস্থানে মালামাল পার করা হয়। বর্তমানে এই ডাকাতিয়া নদীর পানি দ্বারা শীত গরমকালে কৃষিকাজ করা হয়। অধিকন্তু এই নদীতে বিভিন্ন প্রকারের অনেক সুস্বাদু মাছ পাওয়া যায়

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান

লাকসাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৭ টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালযের সংখ্যা ০৯ টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০টি, মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২৫টি, মাদ্রাসার সংখ্যা ১৮টি, ইন্টারমেডিয়েট কলেজ ০৫টি [ডিগ্রী কলেজ] ০২টি রয়েছে

অর্থনীতি

বর্তমানে লাকসামের শিক্ষার হার ৪৩.৮১% মোট জনসংখ্যার ৩৪.০৫% কৃষি, ১১.২১% ব্যবসা, ১৩.৫৫% চাকরি, .২৮% পরিবহন ১৯.০৮% কৃষি শ্রমিক, .৭৭%অকৃষি শ্রমিক, .২১% নির্মাণ শ্রমিক এবং ১৩.৮৫% অন্যান্য পেশার উপর নির্ভরলশীল
লাকসাম উপজেলার প্রধান ফসল হলো ধান,আলু, বেগুন,টমেটো.শাকসবজি। যোগাযোগ ব্যবস্থায় রয়েছে পাকা রাস্তা ৬৮ কিঃমিঃ, আধা পাকা ১০ কিঃমিঃ, কাচা রাস্তা ২০০ কিঃমিঃ , নৌপথ ২৪ কিঃমিঃ, রেল পথ ৩০ কিঃমিঃ শিল্প কারখানার মধ্যে সিগারেট ফ্যাক্টরী, চাউলকল তৈল কল উল্লেখযোগ্য
পৌর এলাকাসহ লাকসাম উপজেলায় প্রায় ২৫ টি হাটবাজার রয়েছে। লাকসামে বরতমানে প্রায় ২০ টি অটো রাইচ ফ্লাওয়ার মিল, প্রায় ১০ টি সরিষার তেলের মিল, একাধিক সিগারেট ফ্যাক্টরিসহ শতাধিক ভোগ্যপণ্যের ফ্যাক্টরি রয়েছে

কৃতী ব্যক্তিত্ব

লাকসামের কয়েকজন স্মরণীয় শ্রদ্ধাভাজনঃ
১। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ২। অতুল কৃষ্ণ রায় চৌধুরী ৩। নওয়াব বদরুন্নেসা চৌধুরানী ৪। মোল্লা কাজিমউদ্দিন ৫। পীর রজব আলী ৬। সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো

বিবিধ

লাকসাম জংশন

লাকসাম স্টেশন দেশের অন্যতম বৃহ জংশন লাকসাম রেলওয়ে জংশন প্রায় ৩০০ একর সম্পত্তির উপর ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে একসময় প্রায় ১৭০০ জন শ্রমিক-কর্মচারী কাজ করত। বর্তমানে রেলওয়ের দৈন্যদশায় ২০০ এর মত লোক কাজ করছে। লাকসাম জংশন স্টেশনে বর্তমানে বিরাট স্টেশন বিল্ডিংসহ টি প্ল্যাটফরম রয়েছে। প্রতিদিন প্রায় ২০ জোড়া ট্রেন লাকসামের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে
লাকসাম জংশন

খেলাধুলা বিনোদন

লাকসাম স্টেডিয়াম লাকসাম জংশন এর খুব কাছেই অবস্থিত। একে কেন্দ্র করেই অঞ্চলের খেলাধুলার প্রসার হয়েছে। তাছারা আরো অনেকগুলো বড় মাঠ ছিল। সেগুলোর বেশিরভাগই বড় বড় দালানে ভরে গেছে
লাকসামে দুটো সিনেমা হল আছে। পড়শী সিনেমা হল আর পলাশ সিনেমা হল এগুলো বয়সের ভারে ন্যুজ হয়ে গেছে। তবে ব্যক্তিগত এবং দলগত ভাবে অনেকেই সংস্কৃতির চর্চা করে। এগুলো সাধারনত বিভিন্ন স্কুল-কলেজ কেন্দ্রিক


ব্যবসা বাণিজ্য

কুমিল্লা সদর হতে মাত্র ২৯ কিমি দক্ষিনে ডাকাতিয়া নদীর তীরে লাকসাম সদর অবস্থিত। লাকসাম উপজেলার যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং উন্নয়নের প্রচেষ্টা সকল সময় অব্যাহত রয়েছে। পৌর এলাকাসহ লাকসাম উপজেলায় প্রায় ২৫ টি হাটবাজার রয়েছে। লাকসাম বাজারসহ কয়েকটি ব্যবসাকেন্দ্রে প্রচুর জনসংযোগহয়ে থাকে এবং প্রচুর বেচাকেনাও হয়। নিত্য প্রয়োজনীয় মালামাল ঢাকা, চট্টগ্রাম, চৌমুহনী, চঁাদপুর হতে সংগ্রহ করে লাকসামের বিভিন্ন হাটবাজারে বিক্রয় করছে। হাটবাজার হতে পৌরসভা উপজেলা পরিষদ বছরে প্রায় কোটি  টাকা রাজস্ব আদায় করছে। লাকসামে বরতমানে প্রায় ২০ টি অটো রাইচ ফ্লাওয়ার মিল, প্রায় ১০ টি সরিষার তেলের মিল, একাধিক সিগারেট ফ্যাক্টরিসহ শতাধিক  ভোগ্যপণ্যের ফ্যাক্টরি রয়েছে। তাছাড়া লাকসামে আধুনিক পদ্ধতিতে মাছের কৃত্তিম প্রজনন হচ্ছে এবং প্রচুর ৎস্য হ্যাচারী রয়েছে। সরবোপরি লাকসাম দৌলতগঞ্জ বিরাট বাজারে ডাকাতিয়া নদীর তীরে ব্যবসা বানিজ্যের সুযোগ অফুরন্ত